কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের আয়োজনে ক্যান্সার সচেতনতা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার বৃহস্পতিবার ডা. আবদুল মান্নান মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মাজাহার মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী পাকুন্দিয়া আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। মুল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রধান সমন্বয়কারী ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ডা. মো: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য ও বিএমএ গাজীপুর এর সাবেক সভাপতি ডা. মো. আবুল কালাম, সিভিল সার্জন কিশোরগঞ্জ ডা. মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এ- ইনফরমেটিক্স বিভাগে অধ্যাপক ডা. মো. রুহুল ফোরকান সিদ্দিকি, স্বাস্থ্য বিভাগের সাবেক উপপরিচালক ডা. আবদুল মুক্তাদির ভূইয়া। সঞ্চালনায় ছিলেন প্রভাষক শামসুজ্জামান সেলিম। বক্তারা স্তন ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক নানা দিক তুলে ধরেন। ৩০-৬০ বছর বয়সী মহিলারা প্রতি পাঁচ বছর পর পর বায়া টেস্টের মাধ্যমে স্বাস্থ্য সচেতন থাকতে পারে। প্রতিটি জেলা হাসপাতালে বিনামূল্যে এই বায়া টেস্টের ব্যবস্থা রয়েছে। সহজ, স্বাভাবিক গুরুত্বপূর্ন কিছু বিষয় তুলে ধরে বলেন, একটু সচেতনত হলেই নারীরা স্তন ও জরায়ুমুখের ক্যান্সার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। সেমিনারে কলেজের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।