জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উপলক্ষে (১৭-২৩ জুলাই) ৭ দিনের কর্মসূচি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফুল্লাহ্, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাংবাদিক শাকিল হাসান, সাংবাদিক নুরুল আমিন সিকদার, সাংবাদিক শরীফ সিকদার, সাংবাদিক আকরাম হোসেন হিরন, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, সাংবাদিক শামীম সিকদার, অফিস সহকারি হামিদা ইয়াছমিন, মজিবুর রহমান প্রমুখ।