গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর ণির্মিত ‘ফকির মজনু শাহ সেতু’র প্রায় সকল বৈদ্যুতিক বাতি দীর্ঘদিন যাবত অচল অবস্থায় রয়েছে। বাতির অভাবে অন্ধকার রাতে সেতু পারাপারে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। বিদ্যুৎ চলে গেলে সেতু’র আশপাশ এলাকায়ও অন্ধকার নেমে আসে। এ অবস্থায় গাড়ীর আলোবিহীন সেতু যেন গাঢ় আমাবস্যার গভীর রাত। রাতে যানবাহনের আলো ছাড়া পথচলাই যেন অসম্ভব। বাতি না থাকায় অন্ধকার রাতে নানা ধরনের অপরাধমূলক কর্মকা- সংঘটিত হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। ‘ফকির মজনু শাহ্ সেতু’ একটি জনগুরুত্বপূর্ণ সেতু। নরসিংদী, কিশোরগঞ্জ অঞ্চলের ঢাকাগামী অধিকাংশ পরিবহন এ সেতুর উপর দিয়ে চলাচল করে। কাপাসিয়া উপজেলার নদীর পূর্বপাড়ের ৮ ইউনিয়নের সাধারণ মানুষের চলাচলের পথ এই সেতু। সেতুর উপর বাতি না থাকায় সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। জনস্বার্থে সেতুর অচল বাতিগুলো দ্রুত সচল করা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট নিয়মিত তদারকি করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।