জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টির সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ আছেন।’ তিনি বলেন, ‘পল্লীবন্ধুর শোক শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধভাবে দলকে আরো শক্তিশালী করব। আরো শক্তিশালী দল হিসেবে জাতীয় পার্টি আরো এগিয়ে যাবে।’বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন জি এম কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসনে মনোনয়ন দিতে গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফোরামে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। এ ছাড়া বিরোধীদলীয় নেতা নির্বাচনেও দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা স্পিকারকে জানিয়ে দেব।’
তিনি বলেন, ‘২৬ জুন থেকে পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকায় আমরা দলীয় কোনো কর্মকা-ে অংশ নিতে পারিনি। দলকে শক্তিশালী করতে অচিরেই সারা দেশে সাংগঠনিক টিম কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘আজ আমি মিডিয়ার সব বন্ধুসহ যাঁরা পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন, যাঁরা তাঁর জানাজায় শরিক হয়েছেন, যাঁরা তাঁর শবযাত্রায় শামিল হয়েছেন, সারা দেশের মানুষ যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, যাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন, তাঁরাসহ গোটা দেশবাসীর প্রতি আমি, আমাদের পার্টি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে গভীর কৃতজ্ঞতা জানাতে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছি।’