‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গফরগাঁও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭দিন ব্যাপি কর্মসূচির উদ্বোধনী ও আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মুনসুর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুল আলম ও সফল মৎস্য চাষী মোঃ ইদ্রিস আলী প্রমূখ। সভায় মৎস্য সেক্টরের ক্রম বর্ধমান সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।