“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে মৎস্য দপ্তর।
সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। আলোচনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশণ কার্নিজ, কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাফর ইকবাল, নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম, মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা সামছুল হক প্রমূখ বক্তব্য রাখেন। এরআগের দিন ১৭ জুলাই মাৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিভিন্ন হাট বাজারে সচেতনতামূলক প্রচারণা করা হয়।