বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ”মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” সামনে রেখে
গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে সেরাল গ্রামে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র বাড়ির সামনের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ্। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, গৌরনদী নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, গৌরনদী পৌরমেয়র হারিচুর রহমান হারিচ, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ তপন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার প্রমুখ। আলোচনা সভা শেষে গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র বাড়ির সামনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি।