শ্রীনগরে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়িতে প্রিপেইড মিটার লাগাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের ৪ কর্মকর্তা-কর্মচারী। বুধবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উপপাড়া গ্রামে এঘটনা ঘটে। শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিজানুর রহমান জানান, ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম লিপটনের বাড়িতে প্রিপেইড মিটার লাগাতে গেলে শ্রীনগর পল্লী বিদ্যুতের এজিএম আবুবকর সিদ্দিক, ইলেকট্রিশিয়ান মোঃ শরিফ, লাইনম্যান শামীম হোসেন ও ষ্টাফ এমরাণ হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। তাদের মধ্যে ২ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকী ২ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ ওই গ্রামের সকল সংযোগ বিচ্ছিন্ন করতে পারে এমন আশঙ্কা করে উত্তেজনা বিরাজ করছে।
শ্রীনগরে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে গত ১৬ জুন সরকারদলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিল করে। বিষয়টি নিয়ে জনগনের সাথে গত ১৯ জুন শ্রীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী,বি চৌধুরী, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের অভিযোগ বিবেচনা করে সিদ্ধান্ত হয় পল্লী বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে ২ মাস প্রিপেইড মিটার লাগাবেনা। কিন্তু অভিযোগ সমূহের সত্যতা ও ত্রুটি বিৎচুতি জানার জন্য শ্রীনগর, শ্যামসিদ্ধি, পাটাভোগ ও ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্যদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হবে। আগামি ১ আগস্ট ষোলঘর ইউনিয়ন পরিষদে আরেক মতবিনিময় সভায় এগুলো নিয়ে আলোচনা হবে। তার অংশ হিসাবে ইউপি সদস্য আরিফুল ইসলাম লিপটনের বাড়িতে প্রিপেইড মিটার লাগাতে গিয়েছিল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।
শ্রীনগর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।