এবারের এইচ,এস,সি পরীক্ষায় বরাবরের মতো মুন্সীগঞ্জের সরকারী কলেজের তূলনায় বেসরকারী কলেজগুলো ভালো করেছে। জেলার ১৯ টি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন কলেজ থেকে ২শত ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলে পাশ করায় শতভাগ পাশের ঐতিহ্য ধরে রেখেছে। জেলা শহরের এ প্রতিষ্ঠান থেকে এবার ৮ জন জিপিএ-৫ পেয়েছে।এছাড়া নুতনভাবে চালু হওয়া মুন্সীগঞ্জ কলেজ এর ৮৮ জন এর মধ্যে ৮৩ জন পাশ করে ২য়,আদর্শ কলেজ ২শত ৮৫ জনের মধ্যে ২শত ৫৭,সেরাজাবাদ রানা সফিউল্লা কলেজ এর ২শত ১২ জনের মধ্যে ১শত ৭৯ জন পাশ করায় যথাক্রমে ৩য় ও ৪র্থ অবস্থানে রয়েছে। অপর দিকে এককালের স্বনামধন্য সরকারী হরগঙ্গা কলেজ থেকে এবছর ১হাজার ৭শত ৮৩ জনের মধ্যে ১ হাজার ৩শত ১৮ জন উত্তীর্ন হওয়ায় ৯ম,মুন্সীগঞ্জ সরকারী মহিলা কলেজের ৩শত ৩৬ জনের মধ্যে মাত্র ১শত ৯০ জন পাশ করায় ১৫ তম এবং শ্রীনগর সরকারী কলেজের ১ হাজার ৫শজনের মধ্যে ৮শত ২৪ জন পাশ করতে পারায় ১৬ তম স্থানে । সরকারী এসব শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম দূশ্চিন্তা দেখা দিয়েছে।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষনে দেখা যায় জেলার ৬ উপজেলায় এবার ৮ হাজার ৭শ ৬০ জন এইচ,এস,সি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৭শত ৩৫ জন পাশ করে,বাকী ৩ হাজার ২৫ জন ফেল করে। এবছর জেলার ৫৬ জন পরীক্ষার্থী জি,পি,এ-৫ পাওয়ার গৌরব অর্জ্জন করেছে। মেদেনীমন্ডল গার্লস কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি।
অকৃতকার্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সঙ্গে আলাপকালে জানা যায়,সরকারী হরগঙ্গা কলেজ ¯œাতকোত্তর কোর্স চালু থাকায় এইচ,এস,সি পর্যায়ের শিক্ষার্থীদের অবহেলা,শিক্ষক ও শিক্ষার্থীদের স্বেচ্ছাচারিতা,জবাবদিহীতার অভাব,মাধ্যমিক স্কুল ধাপ অতিক্রম করার পর এইচ,এস,সিতে পড়াশুনায় কার্যকর মনোযোগের অভাবেই এ ফল বিপর্যয়।