নেতৃত্ব নিয়ে হানাহানি, কামড়া-কামড়ি, উপ-দল আর গ্রুপিং থাকলেও দলকে সংগঠিত করার মতো ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপিতে কোন নেতা নেই দীর্ঘ বছর। এমন নেতৃত্ব শূণ্যতায় হতাশ দলটির তৃণমুলের কর্মীরা। যারা নেতা বলে নিজেদের দাবি করে তাদের বেশীরভাগ এলাকায় থাকেন না বলে অভিযোগ আছে। কালে-ভাদ্রে শৈলকুপা এসে আবার উধাও হয়ে যান। প্রায় এক দশকের বেশী সময় শৈলকুপাতে কোন দলীয় কর্মসূচি পালিত হয় না। নেই মিছিল, মিটিং, সমাবেশ বা ঘরোয়া কোন কর্মসূচী।
দলটির অজুহাত খোঁজা কিছু নেতা ক্ষমতাশীন দল আর পুলিশের দোহায় দিয়ে এলাকার বাইরে বসে আছেন। এসি ঘরে বসে তারা দল পরিচালনা করার স্বপ্ন দেখেন ফলে দিনকে দিন কর্মীশূন্য হয়ে পড়ছে শৈলকুপা উপজেলা বিএনপি এমনটি মনে করে দলটির প্রবীণ কিছু নেতা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির যেমন বেহাল দশা। দলটির অংগ-সংগঠনের অবস্থা আরো করুণ ও শোচনীয়। কোন সংগঠনেই কার্যকর কমিটি নেই। আবার কোথাও কোথাও একাধিক কমিটি বিরাজমান।
সাম্প্রতি দলটি কেন্দ্র ঘোষিত কর্মসূচি দিয়েছে বিভাগীয় সমাবেশের জন্য। এই খুলনা বিভাগে সমাবেশের জন্য জেলার অন্যান্য স্থানে তৃণমুল বিএনপিতে চাঙ্গা ভাব দেখা দিলেও শৈলকুপা রয়েছে ব্যতিক্রম। যেন নেই কারো কোন মাথা ব্যাথা।
নানা হামলা, মামলা মাথায় নিয়ে অবশ্য শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু ও পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র খলিলুর রহমান অবশ্য শৈলকুপাতেই অবস্থান করেন। মাঝে-মধ্যে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতে দেয়া যায়।
শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানিয়েছেন দলের জন্যে অনেক কিছু করার ইচ্ছে থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহুর্তে তা সম্ভব হচ্ছে না।