দিনে দুপুরে রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া গরু ব্যবসায়ীর এগারো লাখ টাকা চার দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতার করতে পারেনি এজাহার নামীয় কোন আসামীকেও। ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের খুজে পাচ্ছেনা।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই নিজ বাড়ি বড়বড়িয়া থেকে শশুরের গরু ব্যবসার ১১ লাখ টাকা মহানগরীর হড়গ্রাম কোর্ট বাজারের অগ্রণী ব্যাংকে জমা দিতে যাওয়ার পথিমধ্যে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া ঠাকুরমারা বিএম কলেজের সামনে ব্যবসায়ী সাঈদ আলির কাছ থেকে ছিনতাই করে নেয় পুর্বের ব্যবসায়ীক পার্টনাররা। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নামীয় ৩ জনসহ আরো ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী সাঈদ আলি।
এর আগে গত ২৪ মে ব্যবসায়ী সাঈদকে অপহরণ করে ৯০ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে আসামিরা ২য় দফায় ১১ লাখ টাকা ছিনতায় করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আসামিরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিয়াডাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মকলেসুর রহমান বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনের মাধ্যমে জানান, ‘আসামীদের ধরতে গত রাতেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। আগামি শনিবার ডিসি স্যার (ডেপুটি কমিশনার) বাদী পক্ষের কথা শুনবেন। ফলে এ মামলায় পুলিশের পক্ষ থেকে কোন গাফলতি করার অভিযোগ আসার সুযোগ নাই। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’