মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে গত (ছয়) দিন ধরে ফেরী চলাচলে ব্যহত হচ্ছে এতে পাড়ে অপেক্ষায় রয়েছে ছেট বড় মিলিয়ে ৯ শতাধিক যানবাহন। উজান থেকে নেমেআসা পানির স্্েরাত ও চ্যানেলে পলি পরে নব্যতা সঙ্কট সৃষ্টির কারণে নৌরুটে ফেরী চলাচল ব্যহত হচ্ছে। সেই সাথে আজ বৃহস্পতিবার ভোর সকালে হঠাৎ করেই ঘন কুয়াশায় ফেরী চলাচল একেবারেই বন্ধ থাকে ঘন্টা ব্যপি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া (মাওয়া) উপ মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী বলেন,
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের চ্যানেলে পানির স্রোত ও কারেন্ট বেশি থাকায়, ও ৫/৬ দিন ধরে, পদ্মাসেতুর একটি পিলারের বাধের মাটি সরেগিয়ে চ্যানেলে সমস্যা বেড়েছে। তাই দূর্ঘটনা এড়াতে ডাম্প ফেরী ও বড় ফেরী বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে ২টি ফেরী দিয়ে পারাপার চলছিল। তিনি আরো জানান, আজ সকাল সাড়ে ৮ টা থেকে নৌরুটের পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ফেরী চালকেরা নৌরুটের অদূরেও দিক -মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না। তাই দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে বেলা সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক ঘন্টা ফেরী চলাচল বন্ধ রাখে চালকেরা। এখন চালু রয়েছে এ নৌ রুটে মাত্র ২টি ফেরী।