পূর্ব বগুড়ার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত কয়েক দিনের লাগাতার বর্ষন ও উজানের পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি এখ ফুঁলে ফুঁসে উঠেছে। সারিয়াকান্দির যমুনা নদীতে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ঘন্টায় ১৩সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বুধবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে বন্যার প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সূূত্রে জানা গেছে। বন্যার পানি হুহু বৃদ্ধি থাকায় শুধু মাত্র পূর্ব বগুড়ার সারিয়াকান্দির চর এলাকায় পানিবন্দি ৫০হাজার অসহায় মানুষ। বানবাসীদের মধ্য এখন খাবার সংকট চলছে। গোটা এলাকা পানির নিচে থাকায় এলাকায় খাবার পানি সংকট এখন প্রকোট হতে শুরু করেছে। একই সাথে জীবন রক্ষাকারী ওষধের প্রয়োজনিয়তা দেখা দিয়েছে।
এদিকে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি ও নদীতে তীব্র ¯্রােত ও সৃষ্ট ঘূর্নাবেেতর কারণে অনেক স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁেধ গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁেধে ইঁদুরের গর্তে পানি প্রাবেশ করে সে গর্ত আরো বিস্তৃতি পেয়েছে। এতে ইঁদুরের সৃষ্ট গর্ত হয়ে একাধিক পয়েন্টে পানি চলে আসছে বাঁধের পশ্চিমপ্রান্তে। তবে বাঁধে ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকলেও বানভাসিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান পাউবোর একটি সূত্র। সূত্রে আরো বলা হয়েছে তাদের নজরদারী বৃদ্ধি করা হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। তবে বানভাসিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরো অংশ তাদের নজরদারির মধ্যে রয়েছে।
খোঁজ নিয়ে এব্যপারে আরো জানা যায়, যমুনা নদীতে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রমেই প্রমত্তা যমুনা তার হিং¯্র রুপ ধারান করেতে শুরু করেছে। উজ্জানের পাহাড়ী ঢলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সাথে নদীর তীব্র স্রোত দিন দিন আরো বৃদ্ধি পেয়েছে। ফলে যমুনা নদীতে সৃষ্ট তীব্র ¯্রােত বন্যা নিয়ন্ত্রন বাঁধে সরাসরি আঘাত হানছে।
এদিকে অব্যাহত ভাবে বানের পানি ঢুকে পড়ছে নতুন নতুন এলাকায়। প্রতিদিন পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ফসল। প্লাবিত হচ্ছে ঘড় বাড়ী শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট হাট বাজার। ইত্ব মধ্যই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান বন্ধ করে দেয়া হয়েছে। এসবের মধ্য প্রায় ৭০টি সরকারী প্রাথমকি বিদ্যালয়। বাকি গুলি মাধ্যামিক ও মাদরাসা।
মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলার ১নং চালুয়াবাড়ি ইউনিয়নের আউচারপাড়া, সুজনেরপাড়া, কাকালিহাতা, বহুলাডাঙ্গা, উত্তর শিমুলতাড়ই, ধারাবরষা, পাঁচগাছীসহ কয়েকটি গ্রামের ২৭ হাজার মানুষ এখন পানিবব্দি। খাবার, গো-খাদ্য, পানিসহ নিত্য প্রয়োজনীয় জিনিষের অভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। থাকা ও খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিত্তবানদের দিকে চেয়ে আছেন তারা।
সরকারী ভাবে বিভিন্ন স্থানে বন্যাকবলিতদের মধ্য ত্রান বিতরন করা হলেও তা অতিপ্রতুল্য বলে দাবী বানবাসীদের। এদিকে জেলার সোনাতলা ও ভাটির ধুনট উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। প্রতিদিন শত শত পরিবার তাদের ভিটা মাটি ছেড়ে উচঁস্থানের খোজে ছুটে আসছেন।