তালা উপজেলার দক্ষিন পশ্চিম অঞ্চলে অবস্থিত দলুয়া শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়টি শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম অব্যাহত রেখে চলেছে। বিগত বছরের ন্যায় এবারও এইচ এস সি পরীক্ষায় ফলাফলে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে কলেজটি। এ বছর কলেজটিতে সাধারন শাখায় ১৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ১৩৩ জন পাশ করেছে, ৬ জন শিক্ষার্থী এ প্লাস এর মধ্যে একজন গোল্ডেন পেয়েছে। কারীগরি শাখায় ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন পাশ করেছে, এর মধ্যে একজন এ প্লাস পেয়েছে। উভয় পরীক্ষায় গড় পাশের হার ৮৩। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জানান শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের অধ্যাবসায়ের কারণে এ ফলাফল সম্ভব হয়েছে।