জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এরইমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের বাইরে ওপার বাংলার ছবিতে অভিনয় করেও তিনি হয়েছেন আলোচিত। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘সাপলুডু’। আর এ ছবিটি নিয়ে মিম ব্যাপক আশাবাদী। কারণ এখানে নিজের সেরাটা দিয়েছেন এ গ্ল্যামারাস অভিনেত্রী। এটা মিম নিজেই জানিয়েছেন। আর জানিয়েছেন ছবির সঙ্গে জড়িত অন্যরাও। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই চলচ্চিত্রে মিম পুষ্প নামের চরিত্রে অভিনয় করেছেন।