প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলায় মোট ১২ হাজার ৯৮২ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে মোট ১৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। জেলার মোট ৫৮টি কলেজের মধ্যে ২০টি কলেজ থেকে এই ১৮৬ জন জিপিএ-৫ পেয়েছে।
ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ জেলায় সবচেয়ে ভাল ফল অর্জন করেছে। কলেজটির ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৫৯৬ জন, পাশের হার শতকরা প্রায় ৮০ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবার বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চমাধ্যমিকবিদ্যালয়কে হটিয়ে জেলায় দ্বিতীয় স্থান দখল করেছে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ।
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চমাধ্যমিকবিদ্যালয় থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
সরকারি গুরুদয়াল কলেজ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চমাধ্যমিকবিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠান ছাড়া জেলার বাকি আর কোন শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
ভৈরব হাজী আসমত কলেজ, এবং কটিয়াদী কলেজ থেকে ৫ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। একইভাবে গচিহাটা কলেজ, করিমগঞ্জ কলেজ ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ৩ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া কলেজ, চরটেকী গার্লস স্কুল এ- কলেজ, কিশোরগঞ্জ সদর উপজেলার রফিকুল ইসলাম কলেজ, ভৈরবের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ এবং এসআরডি শামছ উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে ২ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে হোসেনপুর কলেজ, শিমুলকান্দি কলেজ, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এ- কলেজ, মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ, শিমুলিয়া উচ্চমাধ্যমিকবিদ্যালয় এবং পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ থেকে ১ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।