নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল খালেক ও সহকারী মৎস্য কর্মকর্তা মুবাশ^ীর হোসেন। বক্তারা মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় মৎস্য অভয়ারণ্য সংরক্ষণসহ মৎস্য উৎপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করা হয়।