কলারোয়ায় সরকারী ঘর দেয়ার নামে ১৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ তুলে ধরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেছেন এক অসহায় মহিলা। মঙ্গলবার সকালে ওই অভিযোগ করেন কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খলিল সানার স্ত্রী রহিমা খাতুন। তিনি অভিযোগে বলেছেন-ওই ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল বিশ্বাস গত দুইবছর পূর্বে তার নামে সরকারী ঘর দেবেন বলে ওই এলাকার শেখ মফেজ উদ্দীন ও লিটন সানার সামনে নগদ ১৫ হাজার টাকা গ্রহন করেন। অথচ তার নামে কোন ঘর বরাদ্ধ হয়নি। একদিকে ইউপি সদস্য রেজাউল বিশ্বাসের কাছে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন তালবাহনা করে হুমকি দিচ্ছেন। রেজাউল বিশ্বান বলে বেড়াচ্ছে যে তার কর্মসূচীর কাজ থেকে বাদ দিবেন। এ ছাড়া সরকারী কোন জিনিষ তাকে দিবেনা বলেও হুমকি দিচ্ছে। অসহায় মহিলা নিরুপায় হয়ে ওই টাকা ফেরত চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেন। অভিযুক্ত ইউপি সদস্য রেজাউল বিশ্বাসের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।