জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে দাকোপে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতি অগ্রগতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের,যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুর রহমান,ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,সাধারণ সম্পাদক জি এম রেজাসহ সাংবাদিকবৃন্দ। জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিন ১৮ জুলাই বর্নাঢ্য র্যালী, উদ্বোধনী সভা ও মাছের পোনা অবমুক্তকরণ,৩য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিয়য়ে সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, ৫ম দিন স্কুল-কলেজে মৎস্যচাষ বিষয়ক সভা, ৬ষ্ঠ দিন হাটবাজর. জনবহুল স্থানে মৎস্য চাষ ভিক্তিক উদ্বুকরণ সভা ও প্রামণ্যচিত্র প্রদর্শন, ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন,পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।