কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাবেক যুবদল নেতা আসাদুজ্জামন চেšধুরী ওরফে জামান (৫২) ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেছেন(ইন্না --রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী কন্যা, ভাই সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বিকেল সাড়ে ৫ টায় মরহুমের নামাজে জানাজা শেষে নিজ বাড়ি মাদারডাঙ্গাস্থ হাজী বাড়ির পারিবারীক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। তারে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্ত্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বির্র্বৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, থানা শাখার সাংগঠণিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান এন্তাজ আলী গাজী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অধ্যক্ষ জুলফিকার আলী, নুরুজ্জামান চেšধুরী, মাহাবুব সেলিম মন্টু, আবদুল বাসেত মুকুল যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, আবদুল হালিম অঁটল, আবু নাইম,আব্দুল গফুর, ছাত্রদল নেতা মেহেদী হাসান শিপন প্রমুখ। অনুরুপ বির্র্বৃতি দিয়েছেন পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্য্না এস এম শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ,সাবেক মেম্বার জহুরুল হকসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাং®কৃতিক সংগঠণের নের্তৃবৃন্দ।