আগামি ২৫ জুলাই কেশবপুরের বহুলালোচিত মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন প্রার্থী ,তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার (নৌকা ) ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ(আনারস)। এ পদে আওয়ামী লীগের আরও ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ইউনিয়নটিতে দ্বি-মুখী নির্বাচন বেশ জমে উঠেছে। প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন ভোট প্রার্থনা চাইছেন দোয়া। এ মুহুর্ত্বে জরীপে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ নির্বাচনীমাঠে এগিয়ে রয়েছেন।
এ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবু বকর আবু হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ নিহত চেয়ারম্যান আবু বকরের স্নেভাজন হিসেবে এলাকার ব্যাপক সমর্থন ইতোমধ্যে গড়ে তুলেছেন। অপর দিকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ার নিহত চেয়ারম্যানের সাথে নির্বাচন করে পরাজিত হন। তিনিও এ নির্বাচনকে দেখছেন মর্যাদার লড়াই হিসেবে। আর মাত্র ক দিন বাদেই ভোট প্রার্থীদের নাওয়া খাওয়া বন্ধ প্রায়। কর্মী সমর্থকরা ছুটছেন তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে। ভোটাররা প্রার্থী যাচাইয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। তাদের অভিমত তারা তাকেই নির্বাচিত করতে চান, যাকে ডাকলেই পাওয়া যাবে।, এলাকার উন্নয়নে ভুমিকা রাখেন, গরীব দুখি মানুষকে সাথে নিয়ে চলবেন তিনি পাবেন তাদের ভোট। বিজয়ের ব্যাপারে দু জনই আশাবদী।
স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ সাংবাদিকদের জানান, মজিদপুর ইউনিয়নের মানুষ তাকে বঞ্চিত করবেন না। এ ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপ্ক্ষে নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদি। অনুরুপ আশাবাদ ব্যক্ত করেছেন অপর প্রার্থী গোলাম সরোয়ার। উপজেলা নির্বাচন কর্মকর্তা গত ১৫ জুলাই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন ও সম্পন্ন করেছেন। সভা থেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে অধিক গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার দিনভর ভোটারদের সাথে গুসংযোগ করেন হুমায়ুন কবীর পলাশ। তিনি ভোর থেকে কুশলদিয়া, শ্রীরামপুর, মির্জাপুর, আঠন্ডা, শ্রীফলা, প্রতাপপুর, শিকারপুর এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট ও দোয়া চেয়েছেন। এ সময় তার সাথে অধ্যক্ষ জুলফিকার আলী, প্রভাষক আবদুর রাজ্জাক, জামাল উদ্দিন, ইব্রাহিম হোসেন ,আলাউদ্দিন মোড়ল, আবদুল মোমিন ,রবিউল ইসলাম রবিসহ এলাকার সমর্থকরা। আগামি ২৫ জুলাই এ ইউনিয়নের ১৭ হাজার ৬১৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।