গাইবান্ধার গোবিন্দগঞ্জের "সাহেবগন্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি"র উদ্যোগে গতকাল বুধবার পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজির নিকট স্মারকলিপি পেশ করা হয়।
এর আগে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাহেবগন্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী নেতা রবীন্দ্র নাথ সরেন, রাজনীতিবিদ শাহাদাত হোসেন, অশোক সরকার, গৌতম রায়, আবদুল কুদ্দুস, পলাশ কান্তি নাগ প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়-২০১৬ সালের ৬ নভেম্বর মহিমাগন্জ সুগার মিল কর্তৃপক্ষ বেআইনীভাবে আদিবাসীদের বসতবাড়ি, ফসলাদী,মৎস্য খামার,বিদ্যালয় ইত্যাদি স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রভাবশালীদের দ্বারা উচ্ছেদের নামে নিরীহ আদিবাসীদের উপর হামলা-অগ্নিসংযোগ,লুটপাট ও বর্বোরচিত কায়দায় গুলিবর্ষণ করে। গুলিতে ও হামলায় নিহত হয় শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু। গুরুত্বর আহত হয় অনেকে। এরপর মিল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন নিরীহ আদিবাসীদের নামে বেশ কয়েকটি হয়রানীমূলক মিথ্যা মামলা করে। ক্ষতিগ্রস্থ আদিবাসীদের পক্ষ থেকে ৩৩ জনকে আসামি করে মামলা করা হলেও দীর্ঘ ৩ বছরেও পিবিআই তদন্ত রিপোর্ট দাখিল করেনি। আদিবাসী পল্লীতে হামলা,অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় না এনে বরং মুল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে এবং এখনও নিরীহ আদিবাসীদের প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। অবিলম্বে ওই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল এবং বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য জোর দাবি জানানো হয়।