রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো এবারে এইচ এস সি পরীক্ষায় শতভাগ পাশ করেছে রংপুর ক্যাডেট কলেজ, পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ এবং কালেক্টরেট স্কুল এ- কলেজের পরিক্ষার্থীরা। গতকাল বুধবার ফলাফল প্রকাশ হলে এসব কলেজর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়।
রংপুর ক্যাডেট কলেজের ৫৩জন পরীর্ক্ষীর মধ্যে সবাই জিপিএ ফাইভ পেয়ে শত ভাগ পাশ করেেেছ। এ ছাড়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ এর ফলাফলে এবারে এইচ এস সিতে মোট পরীক্ষার্থী ৮৩৭ জন এর মধ্যে সকলেই পাশ করেছে। এখানে মোট জিপিএ ফাইভ পেয়েছে ৬৩৭ জন, এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৭০ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৫৬৩ জন, বানিজ্য বিভাগ থেকে ১২৩ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৩১ জন এবং মানবিক বিভাগ থেকে ১৪৪ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৪৩ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম জালাল উদ্দিন আকবর জানান, সবার আন্তরিকতায় এই সাফল্য এসেছে। কালেক্টরেট স্কুল এ- কলেজঃ কালেক্টরেট স্কুল এ- কলেজের এইচএসসি পরিক্ষার ফলাফলে এবারে ৫৩৩ জন শিক্ষার্থীর সবাই শতভাগ পাশ করেছে। ৫৩৩ জন পরীুক্ষার্থীর মধ্যে মোট জিপিএ ফাইভ পেয়েছে ৩২২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১৭ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৩০৯ জন, মানবিক বিভাগের মধ্যে ১৩০ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১২ জন এবং বানিজ্য বিভাগের ৮২ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২জন।