অন্যত্র বদলির আদেশ হওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ফজলুর রহমানকে তার কার্যলায়ে প্রবেশ করতে দেয়নি বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ বুধবার সকাল হতে বিকেল ৫টা অফিস সময় পর্যন্ত খনির ভেতর ও বাইরে পাহারা বসিয়ে শ্রমিকরা খনির সকল যানবাহন চলাচল বন্ধ রাখে। এতে খনির দাপ্তরিক কাজে অচলাবস্থা সৃষ্টি হয়। খবর পেয়ে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালান।
বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নানা আর্থিক অনিয়ম, দূনীতির অভিযোগ ও তদন্ত রিপোর্ট প্রকাশের মুখে গত মঙ্গলবার বিকেলে খনির ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমানকে তার কর্মস্থল বড়পুকুরিয়া কয়লাখনির এমডি পদ সরিয়ে মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক পদে বদলির আদেশ দেয় পেট্রোবাংলা কর্তৃপক্ষ। কিন্তু বদলি আদেশ পাওয়ার পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে বর্তমান কর্মস্থলে অফিস করার চেষ্টা করেন। এতে তার অতীত কর্মকান্ডের জন্য ক্ষতিগ্রস্ত, ক্ষুব্ধ শ্রমিকেরা ব্যবস্থাপনা পরিচালকের গাড়ির চালকসহ খনির সকল যানবাহনের চাবি নিজেদের কব্জায় নিয়ে নেয়। শেষ খবর পাওয়া (বিকেল ৫টা) পর্যন্ত তিনি খনি কার্যলয়ে প্রবেশ করতে পারেননি।
পেট্রোবাংলা সূত্রে জানা যায়, সদ্য বদলি হওয়া বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ফজলুর রহমান বিগত দিনে তার উদ্যোগে প্রফিট বোনাস আটকে রেখে কম্পানির কর্মকর্ত-কর্মচারীদের কাছ থেকে মাথাপিছু ৪০ হাজার টাকা করে প্রায় ৬০ লাখ টাকা আদায়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে গত ২৯ জানুয়ারী এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দায়িত্ব পান পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) ডি,এম জোবায়েদ হোসেন। পরে গত ৩ মার্চ পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) শামীম হাসানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে অন্তভূক্ত করা হয়। কমিটি বড়পুকুরিয়া কয়লা খনির ২৪ জন কর্মকর্তা-কর্মচারীর সাক্ষ্যগ্রহণ শেষে গত ৬ মে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে কোম্পানি পরিচালনায় স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রমাণ পাওয়া যায়।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: আবদুল ওয়াহেদ বলেন, এমডি ফজলুর রহমান স্যার দায়িত্বে থাকাকালে শ্রমিক-কর্মচারীদের কোন কারণ ছাড়াই বদলি, শোকজ, পরামর্শপত্র, সতর্কতাপত্র ও এসিআর খারাপ দেওয়ার হুমকি ছাড়াও নানা ভাবে হয়রানি করেন। খনির শ্রমিক-কর্মচারী চান, তাকে যেখানে বদলি করা হয়েছে তিনি সেখানেই চলে যাক। তার আর কয়লাখনিতে ফিরে আসার প্রয়োজন নাই।
এরিপোর্ট লেখা পর্যন্ত সদ্য বদলী হয়ে যাওয়া (এমডি) ফজলুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রেহানুল হক বলেন, বেলা সোয়া ১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত উপজেলা ও পুলিশ প্রশাসন বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় অবস্থান করে। এ সময় পর্যন্ত খনির ব্যবস্থাপনা পরিচালক খনি এলাকায় আসেননি। খনি এলাকার অবন্থা স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।