রংপুরের বদরগঞ্জ উপজেলার ২৩১টি প্রাথমিক বিদ্যালয়ে আর্থিক অনুদানের চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ্উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করেন রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীসহ অন্যরা। উল্লেখ্য- ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটিতে খেলনা সামগ্রী, ৪৪টিতে দু’লাখ টাকার চেক, ১৫টিতে দেড় লাখ টাকার চেক, ১৫টিতে ওয়াশরুম তৈরির জন্য ২০হাজার টাকার চেক ও দু’টি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে ১০হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিদ্যালয় প্রধানদের হাতে তুলে দেয়া হয়।