রংপুরের বদরগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের প্রদত্ত সেবা বিষয়ক এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ হলরুমে ওই অবহিতকরণ সেমিনারের আয়োজন করেন উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক, সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, আতিয়ার রহমান দুলু, সাখাওয়াত হোসেন হীরা, আয়নাল হক, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহফুজার রহমান ও সাংবাদিক রুহুল আমিন সরকার প্রমুখ।
আলোচনা সভায় বলা হয়েছে, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ঘূর্ণায়মাণ তহবিল হিসেবে সুদমুক্ত ঋণ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় ভাতা কার্যক্রম, বয়স্ক ভাতা কার্যক্রম, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম, হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির ভাতা কার্যক্রম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠি শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা কার্যক্রম, বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্রাণ্ট ও রোগি কল্যাণ সমিতির মাধ্যমে দুঃস্থ রোগিদের আর্থিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।