দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত. কশিরত আলীর পুত্র মোঃ খলিলুর রহমান জানান, নি¤œ তফশিল ভুক্ত সম্পত্তি প্রায় ৫০ বছর যাবৎ ভোগ দখল করে চাষাবাদ করে আসছে। গতকাল সকালে একই গ্রামের মৃত. কফুর উদ্দীনের পুত্র রহিম উদ্দিন ও রহিম উদ্দিনের পুত্র মিজানুর রহমান, আনিছুর রহমান, সোহেল ও আপেল সহ অজ্ঞাত প্রায় ২৫/৩০ জন লোক রোপনকৃত আমন ধান উপড়ে ফেলে নতুন করে জমিতে আমন ধানের চারা রোপন করেছে। খলিলুর রহমান জানান, ৬৭৬ খতিয়ানে ৬৯৫, ৬৫৭ ও ৬৫৫ রের্কডীয় জমি খলিলুর রহমান ও তার ভাইদের জমি ১ একর ২২ শতক। দীর্ঘ দিন থেকে রহিম উদ্দিনের পুত্র জোর করে দখল করার চেষ্টা করে। তাদেরকে বার বার প্রতিহত করা হয়। বুধবার সকালে জোর করে উপর্যুক্ত খতিয়ানের জমি গুলি জোর করে দখল করেছে।