রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ২জন প্রার্থী পোষ্টার ও প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। (আজ) গতকাল বুধবার দিন ব্যাপি কলমা ইউপি এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান পদের ২ প্রার্থীর পোষ্টার সাটানো হয়েছে বাড়ির দেয়ালে দেয়ালে। সেই সাথে হাট-বাজার, পাড়া-মহল্লার, দোকান-পাট ও মোড়ে মোড়ে পোষ্টার শোভা পাচ্ছে। তবে, ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, অন্য যে কোন নির্বাচনের তুলনায় এই উপ-নির্বাচনে তেমন কোন উত্তাপ নেই, প্রার্থীসহ কর্মী সমর্থকরা প্রচার-প্রচারনাসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে, ভোটারদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা নেই। ভোটাররা বলছেন, আ.লীগ দলীয় নৌকার প্রার্থীর পাশাপাশি একমাত্র স্বতন্ত্র মটরসাইকেল প্রতিকের প্রার্থীও নিরদিধায় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও গনসংযোগ করছেন। তবে, প্রচার-প্রচারনায় আ.লীগ দলীয় প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভোটাররা বলছেন, আ.লীগ দলীয় নৌকার প্রার্থী কলমা ইউর্নিয়ন আ.লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন তার বড় ভাই কলমা ইউপির ৩বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং তানোর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাফিউল ইসলাম ও বর্তমান সরকার দলীয় প্রার্থী হওয়াকে পুজি করে এবং কলমা ইউপি’র ২ বারের সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার করা উন্নয়নকে পুজি করে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। অপর দিকে আ.লীগ নেতা একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম জামায়াত-বিএনপি’র ভোটের উপর ভর করে এবং ২০০১সালের পর কলমা ইউপি নির্বাচনে জামায়াত নেতা বদরুদ্দোজা রমজানের কাছে মাত্র ১ ভোটের ব্যবধানে ফেল করার সহায়নুভুতিকে পুজি করে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আ.লীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মাইনুল ইসলাম স্বপন বলেন, উন্নয়নের ধারাবাহিকতা উপর বিশ্বাষ রেখে ভোটাররা স্বতঃপুর্ত ভাবে নৌকায় ভোট দেয়ার আগ্রহ ও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অপর দিকে মটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলামের মোবাইলে ফোন দেয়া হলে তিনি রাজশাহীতে একটি মামলায় হাজিরা দিতে এসেছেন পরে কথা বলতে চাইলেও একাধিক সময়ে একাধীকবার মোবাইলে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিফ করেননি।
তানোর উপজেলা নির্বাচন অফিসের ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫জুলাই কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তানোর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ২য় বার নির্বাচিত কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত ২০১৯ সালের ১০ফেব্রুয়ারি কলমা ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় পদটি শুন্য হয়। কলমা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে মোট ২৪ হাজার ৬শ’ ৫৬ জন এর মধ্যে পুরুষ ১১ হাজার ৯শ’ ৫১ জন এবং নারী ১২ হাজার ৭শ’০৫ জন।