নিয়ামতপুরে পাঁচজন ওয়ারেন্টের আসামীসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উপজেলার রসুলপুর ইউনিয়নের কানুরা গ্রামের কাছের আলীর ছেলে মাসুদ রানা (৩২), একই গ্রামের আলমগীর হোসেন (২৮), মৃত- জীয়ন আলীর ছেলে কাছের আলী (৫২), মৃত- রইচ উদ্দিনের ছেলে রুবেল (৩৫) ও রহমত আলী (৩২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি জানতে পারেন যে, ওয়ারেন্টের আসামিরা বাড়ীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে নিয়ামতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ এর নেতৃত্বে এসআই দুরুল হুদা, শরিফুল ইসলাম, মুকুল হোসেন, চিত্তরঞ্জন, এএসআই নাজমুল ইসলাম ও হাবিবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘোষকুড়া গ্রামের মৃত- রামদাস কর্মকারের ছেলে গনেশ কর্মকার (৩৫) ও একই গ্রামের সুনিল কর্মকারের স্ত্রী সারভী ওরফে সাতকি (৪৫) কে ১ কেজি চোলাই মদসহ গ্রেফতার করে থানায় আনে পুলিশ।
আটকের ঘটনায় নিয়ামতপুর থানার কর্মকর্তা ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।