ব্রমক্ষপুত্রের পানি গতকাল বুধবার সকাল থেকে বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার উপর দিয়ে হচ্ছে। ভয়াবহ আকার ধারন করেছে বন্যা পরিস্থিতি। পানির মারাতœক চাপে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে ওয়াপদা বাঁধ ভেঙে গেছে। সান্তাহার-লালমনিরহাট রেলওয়ে রুটের বোনারপাড়া জংসনের পাশের্^ বাদিয়াখালিতে রেল লাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে।
গতকাল বুধবার ভোর ৫ টার দিকে সাঘাটা-গাইবান্ধা আন্ত মহাসড়ক ও ওয়াপদা বাধঁ পানির তোরে ভেঙে যাওয়ার সময় পাশে ৩টি ঘর মহুর্তের মধ্যে ভেসে গেছে। হু হু করে পানি ঢুকে পড়ছে নতুন করে চারটি ইউনিয়নে। আতঙ্কিত হয়ে পড়েছে পানিবন্দি লোকজন। সরেজমিন না গেলে বোঝা যাবে না দুর্গত মানুষের কষ্টের দৃশ্য। বাধঁ ও মহাসড়ক ভেঙে যখন পানি পশ্চিম এলাকার দিকে প্রচন্ড বেগে ঢুকে পড়ছে, তখন নিজ নিজ ঘরের আসবাব, ধান, চাল, খাবার, গরু-বাছুর বের করে উঁচু জায়গা কিংবা সড়কের উপর নিয়ে যাওয়ার দৃশ্য দেখে খুব হৃদয় বিদারক পরিস্থিতির অবতরনা হতে থাকে। ভরতখালি ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আজাদ শীতল বলেন, বিগত দির্ঘদিনেও এমন বন্যা এ এলাকায় হয়নি। বাধঁ ভেঙে যাওয়ায় কষ্টটা আরো অনেক বেড়ে যাবে। বাধঁ ভেঙে যাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে বোনারপাড়া, পদুমশহর, ভরতখালি ও কচুয়া ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম নতুন করে পানি ঢুকে পড়েছে। এদিকে বাধঁ ভেঙে যাওয়ার পর থেকেই সান্তাহার-লালমনিরহাট রেলওয়ে রুটের সাঘাটা উপলোর বোনারপাড়া রেল জংসনের পাশের্^ বাদিয়াখালিতে রেল লাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষনা করে রেওয়ে কর্তৃপক্ষ। বোনারপাড়া রেল স্টেশনের মাষ্টার খলিলুর রহমান জানান, সকাল থেকেই পানি বৃদ্ধি পেয়ে রেল লাইন বিপজ্জনক হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে আন্তনগর করতোয়া এক্্রপ্রেস ট্রেন সহ ৩ টি ট্রেন আটকা পড়েছে।