রাজশাহীর বাঘায় আখ রোপন, একর প্রতি ফলন বৃদ্ধি এবং মিলে আখ সরবরাহের বিষয়ে আখ চাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুলাই) সকালে রাজশাহী সুগার মিলস লিমিটেডের আয়োজনে পাকা উচ্চবিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন। আয়োজিত মতবিনিময়স সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মুতিউল্লাহ। উপস্থিত ছিলেন রাজশাহী চিনি কলের মহাব্যবস্থাপক (কৃষি) মসলেহ উদ্দিন, উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) বিকেএম জাকারিয়া, উপ-মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শক) স্বপন কুমার চন্দ, আ.লীগের নেতা জাহিদুল ইসলাম, সেকেন্দার রহমানসহ বিভিন্ন সাবজোন ইনচার্জ, সিআইসি, সিডিএ প্রমুখ।