চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় ভোলাহাটে পাশের হার ৭৯.২৩ শতাংশ। ভোলাহাট উপজেলায় মোট সাধারণ কলেজ ৪টি ও কারিগরি কলেজ ৩টি। সাধারণ কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪১২জন পাশ করেছে ৩০২জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭জন পাশের শতকরা হার ৭৩.৩০। অপরদিকে কারিগরি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ২৪৩জন পাশ করেছে ২১৭জন এবং জিপিএ-৫ পেয়েছে ১২জন পাশের হার ৮৯.৩০ শতাংশ। সাধারণ ও কারিগরি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৬৫৫জন পাশ করেছে ৫১৯জন জিপিএ-৫ পেয়েছে ১৯ জন এবং পাশের হার ৭৯.২৩ শতাংশ। বিভিন্ন কলেজ সূত্রে জানা যায়, ভোলাহাট মহিলা সরকারী ডিগ্রী কলেজ থেকে ১৩৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১০৭জন জিপিএ-৫ পেয়েছে ৫জন এবং পাশের হার ৮৯.২৬শতাংশ। ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে ১৫৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৮জন জিপিএ-৫ পেয়েছে ১জন এবং পাশের হার ৭০.২১শতাংশ। জামবাড়ীয়া ডিগ্রী কলেজে পরীক্ষার্থী ছিল ১০৪জন পাশ করেছে ৭০জন জিপিএ-৫ পেয়েছে ১জন পাশের হার ৬৭.৩১শতাংশ। ভোলাহাট কলেজ থেকে ১৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭জন পাশের হার ৫০ শতাংশ। অপরদিকে কারিগরি কলেজের মধ্যে ঝাউবোনা কারিগরি কলেজ থেকে ১১৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৯জন জিপিএ-৫ পেয়েছে ২জন পাশের হার ৯৩.১ শতাংশ। ড.শামশুর রহমান কারিগরি কলেজ থেকে ৫৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৩জন জিপিএ-৫ পেয়েছে ৬জন পাশের হার ৯২.৯৮। খালেআলমপুর কারিগরিগরি কলেজ থেকে ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৫জন জিপিএ-৫ পেয়েছে ৪জন পাশের হার ৭৯.৭১ শতাংশ।