“স্বয়ং সম্পয়র্ণমাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সমনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/১৯ (১৭-২৩ জুলাই) উপলক্ষে সংবাদসম্মেলন ও মতবিনিময় সভা বুধবার বেলা ১১টায় ভোলাহাট প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাব সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, সহসভাপতি আব্দুল হামিদ, অর্থ সম্পাদক মহসিনুর রহমান, প্রচার সম্পাদক শাহ কবির ও সদস্য রবিউল ইসলামসহ অন্যরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল হক। সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা বলেন, ভোলাহাট উপজেলায় ছোট বড় মোট সরকারী পুকুর-দীঘি/পুকুর ও বানিজ্যিক মৎস্য খামার ৪৫৭টি, বিল/ছড়া ১০টি, নদ-নদী ১টি খাল ৬টি। এ সবের মোট আয়তন ২৬৮৫.০৭ হেক্টার এবং মাছ উৎপাদন হবে ২৬২৫.৮৭৪ মেঃটন। তিনি বলেন, এ বছর সরকারী জলাশয়গুলোতে মানসম্মত মাছ চাষের উপযোগি করে বেশ কিছু জলাশয় খনন করা হয়েছে। এ’ছাড়া আগামীতে মাছের উৎপাদন কি ভাবে বাড়ানো যায় সে ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা করেন। তিনি বলেন, উপজেলার মানুষের মাছের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত হয় ১০১৮.০ মে.টন মাছ। এ উপজেলায় মোট মাছ চাষি রয়েছেন ১৫০জন এবং মৎসজীবি রয়েছেন ৮১৮জন। প্রকৃতিক ও চাষের মাছ মিলে বিশ্বে বাংলাদেশের স্থান ৪র্থ। চাষের মাছে বাংলাদেশে বিশ্বে ৫ম। চীন ও ভারতের পরে প্রকৃতিক মাছউৎপাদনে বাংলাদেশের স্থান ৩য়। গত বছর থেকে এক ধাপ বাংলাদেশএগিয়ে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার র্যালী,আলোচনা সভা ও পোনা অবমুক্ত করাসহ বিভিন্ন কর্মসূচীপালন করা হবে বলে মৎস্য কর্মকর্তা জানান। তিনি বলেন, বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ১৭ হতে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পাল করা হবে বলে জানান।