ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ২১টি জিপিএ-৫ পেয়ে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জেলার গ্রামীণ জনপদে শ্রেষ্ঠ বিদ্যাপিঠের খাতায় নাম লিখিয়েছে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজ।
এ বছর কলেজটি থেকে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ২১ জন্য শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৯৩.২০%। অপরদিকে সরকারী গৌরনদী কলেজ থেকে একজন, বার্থী ডিগ্রী কলেজ থেকে দুইজন, সরিকল নিজাম উদ্দিন কলেজ থেকে সাতজন, গৌরনদী গার্লস হাই স্কুল এ- কলেজ থেকে ছয়জন ও বাটাজোর মহিলা কলেজ থেকে দুইজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।