জেলার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়া দম্পতি কামাল হাওলাদার ও মমতাজ বেগমের রেখে যাওয়া চার অনাথ শিশুদের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক দানশীল ব্যক্তি।
তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। নিজের নাম পরিচয় গোপন রাখা ওই দানশীল ব্যক্তি পেশায় ঢাকার একজন ব্যবসায়ী। প্রতিমাসে ওই চার শিশুর প্রতিপালনের দায়ভার গ্রহণ করে দানশীল ওই ব্যক্তি উদারতার পরিচয় দিয়েছেন। উদারতার পরিচয় দেয়া ওই দানশীল ব্যক্তি বুধবার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ¦ মোঃ জামাল উদ্দিনের মাধ্যমে অনাথ শিশুদের হাতে নগদ ২০ হাজার টাকার অনুদান তুলে দেয়ার ব্যবস্থা করেছেন।
সাংবাদিক জামাল উদ্দিন জানান, ওই অনাথ শিশুরা কর্মজীবনে প্রবেশ না করা পর্যন্ত প্রতিমাসে তাদের প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে চারজনের লেখাপড়া ও ভরনপোষনের খরচ হিসেবে ওই দানশীল ব্যক্তি মাসিক ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অকালে বাবা ও মাকে হারানো অনাথ চার শিশু যেন কোন কষ্ট না পায়, সমাজে কারও কাছে যেন অবহেলার পাত্র না হয় সে জন্যই ওই মহানুভব ব্যক্তি নিজ থেকে এ উদ্যোগ গ্রহণ করেছেন। একইসাথে নিজের নাম ও পরিচয় গোপন রাখার জন্য মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ করেছেন। বুধবার দুপুরে রমজানকাঠী গ্রামে ওই অনাথ চার শিশুর হাতে প্রথম কিস্তির নগদ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই বাড়ির পার্শ্ববর্তী পাট ক্ষেতের মধ্যে পাট শাক তুলতে গিয়েছিলেন গৃহবধু মমতাজ বেগম। এ সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে তিনি ছটফট করতে থাকেন। স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় স্বামী কামাল হোসেন। একপর্যায়ে ওই দম্পত্তি বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যায়।