আলীম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তিতে দেশ সেরা হয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় ২০৬ জন অংশগ্রহণ করে ২০৪জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৯১জনে। মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ ছালেহ জানান, দেশের বিভিন্ন শীর্ষ মাদ্রাসার পাশের হার ও ফলাফলের ভিত্তিতে তূলনা করে দেশ সেরা অবস্থানে এনএস কামিল মাদ্রাসা। উল্লেখ্য উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই মাদ্রসায় অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল (হাদিস, তাফসীর, ফিকহ ও আদব) শ্রেনিতে সাড়ে ৫ হাজার ছাত্র রয়েছে।
এদিকে ঝালকাঠি সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪১৯ জন অংশগ্রহণ করে ২১৬জন উত্তীর্ণ হয়েছে। সরকারী মহিলা কলেজ থেকে ৫৬৫জনে অংশগ্রহণ করে ৯জনে জিপিএ ৫ প্রাপ্তসহ ৩৪৮জন উত্তীর্ণ হয়েছে। আকলিমা মোয়াজ্জেম মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় ২০৯জনে অংশ নিয়ে ১৪ জনে জিপিএ ৫ প্রাপ্ত ১৯৭জন উত্তীর্ণ হয়েছে। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৪২ জনে অংশগ্রহণ করে ১জনে জিপিএ ৫ প্রাপ্তিসহ ৩৯জনে উত্তীর্ণ হয়েছে।