ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার পৌরসভাধীন হেলাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ দানে ব্যাহত হচ্ছে। এতে করে এলাকার অভিভাবকরা ও অনেক টা চিন্তিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ক্লাশে ঠিক মত বসতে পারছে না। আবার শিক্ষকদের ও পাঠ দান করাতে মারাতœক সমস্যার সৃষ্টি হচ্ছে।
পর্যাপ্ত শ্রেনী কক্ষ না থাকার কারণে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার অসুবিধা ভোগ করতে হচ্ছে। হেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ছাত্রছাত্রী ঝরে পড়া রোধে উপজেলার সেরা হিসাবে স্থান করে নেই।শিক্ষকরা বলেন,স্কুলে ছাত্র ছাত্রীর তুলনায় শ্রেনী কক্ষ গুলো পর্যাপ্ত নয় ও ছাত্রছাত্রীর শ্রেনী কক্ষের অভাব রয়েছে। তাদের কে খুব কষ্ট করে শ্রেনী কক্ষে বসতে হচ্ছে।
৩য় শ্রেনীর ক্লাস চলাকালীন গাদাগাদি করে বসে পাঠ গ্রহন করছে ছাত্রছাত্রীরা এবং বাহিরে থেকে শিক্ষক পাঠ দান করতে দেখা যায়।এসময়ে বিদ্যালয়ের শিক্ষক পলাশ আহম্মেদ বলেন আমাদের বিদ্যালয়ে যেখানে ৬ টি শ্রেনী কক্ষ প্রয়োজন সেখানে আমরা কষ্টকর ভাবে ৫ টি কক্ষে পাঠদান করাচ্ছি।
বিভিন্ন শ্রেনীর হাজিরা উপস্থিতি হিসাবে মোট শিক্ষার্থী সংখ্যা ২৯১ জন। ১ম শ্রেনীতে ৪১ জন,২য় শ্রেনীতে ৫৪ জন, ৩য় শ্রেনীতে ৫১ জন, ৫ম শ্রেনীতে ৫৯ ও শিশু শ্রেনীতে ২৭ জন প্রতিদিন উপস্থিতি হয়ে শিক্ষা নিতে আসেন।স্কুলের ভবনের তথ্য অনুযায়ী পুরাতন ভবন ৩টি ও নতুন ভাবন ২ টি যা তুলনা মুলক ভাবে সীমিত। হেলাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন বলেন, আমরা অনেক দিন যাবৎ কষ্টভোগ করেও শিক্ষাদান অব্যাহত রাখছি যেহেতু খোলা আকাশের নিচে ছাত্র ছাত্রীদের পাঠ দানে কোন নিয়ম নেই।আমাদের কোমলমতি বাচ্চাদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নাই শ্রেনী কক্ষে গরমে ফ্যান নাই, পানি মটর ও ট্যাংকি নাই যেখানে অনেক স্কুলে এসব সুবিধা দেওয়া হলেও আমাদের নাই।ইতিমধ্যে ঝিনাইদাহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার আশ্বাস দিয়েছে হেলাই গ্রামে জনসংস্য বেশি হওয়ার কারণে শিক্ষার্থী বেশি তাই আমি যতাযথ ভাবে আমি নতুন ভবনে উন্নতি করবো।
বর্তমানে বিদ্যালয়টিতে যে অবস্থা তাতে করে অভিভাবকরা বলছে এত কষ্ট করে ছেলে মেয়েদের স্কুলে পড়ানো সম্ভব না। যে ভাবে গাদাগাদি করে বসানো হয় তাতে করে বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে। প্রতিটি বেনচিতে ৭ করে বসানো হয়। গরমে তাদের বসতে মারাতœক ভাবে কষ্ট করতে হয়। ফলে এ বিদ্যালয়ে দ্রত ভবনের প্রয়োজন। আবার খোলা আকাশের নিচেয় পাঠদান করাতে পারছে না। সে কারণে শ্রেনী কক্ষের মধ্যে কষ্ট করে পাঠদান দিচ্ছে শিক্ষকরা।