কয়রায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ মন অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি উদ্ধার করেছে। এ সময় এর সাথে জড়িত থাকার অপরাধে ৩ জনকে আটক করা হয়। গতকাল বুধবার সকাল ৯ টায় উপজেলার ১নং কয়রা গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম ছিদ্দিকী অভিযান চালিয়ে এ সকল অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি উদ্ধার করে। আটককৃত ৩ জনের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, এস আই কাজী সাকিব আহমেদ, পেশকার আনিছুর রহমান প্রমুখ। পরে উদ্ধারকৃত বাগদা চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়।