মাছ চাষে গড়বো দেশ, বঙ্গন্ধুর বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহর শ্লোগানকে সামনে রেখে ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর প্রতিপাদ্য “মৎস্য সেক্টরে সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি” কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে খুলনার কয়রায় সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ। ১৭ থেকে ২৩ জুলাই পযর্ন্ত বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। মত বিনিময় সভায় কয়রার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।