দেবহাটায় এইজএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার সারাদেশের ন্যায় এইচএসসি ও সমমানের ফলাফলে দেবহাটা উপজেলার প্রকাশিত ফলাফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র থেকে জানা গেছে, এবছর এইচএসসিতে মোট পাসের হার ৫৯.১৮ শতাংশ। এবছর উপজেলার ৩টি কলেজ থেকে ৭৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছে ৪৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন পরীক্ষার্থী। বিএম শাখা থেকে এবছর মোট ১৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করে ১৩০ জন। মোট পাসের হার ৮১.৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন পরীক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা পর্যায় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪০ জন। তার মধ্যে ৪০ জনই পাস করেছে। তবে কেউ জিপিএ-৫ পাইনি।