এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। ফলে গত বছরের তুলনায় এবার দশমিক ১০ ভাগ বেড়ে পাশের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬৫ তে। গত বছরের মতো গড় পাশের হার এবং জিপিএ-৫ বেলায় এবারও ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে।
মেয়েদের পাশের হার ৭৫ দশমিক ৪৮ ও ছেলেদের পাশের হার ৬৫ দশমিক ৯৫। ফলে গত বছরের চেয়ে এবছর মেয়েদের পাশের হার বেড়েছে ৯ দশমিক ৫৩। গত বছরের চেয়ে ছেলেদের পাশের হার দশমিক ৬০ ভাগ বেড়েছে। এদিকে গতবছরের মতো এবছরেও মেয়েরা ছেলেদের চেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা মোট ৭৩৫টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬৬টি। ফলে ছেলেদের চেয়ে মেয়েদের মোট ২৬৯টি জিপিএ-৫ বেশি। তবে গত বছরের চেয়ে ছেলে ও মেয়ে উভয়ক্ষেত্রেই জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। গত বছর মোট জিপিএ-৫ ছিলো ৬৭০টি। যারমধ্যে ছেলেদের তিনশ’ এবং মেয়েদের ৩৭০টি ছিলো। এছাড়াও বিষয় ভিত্তিতে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিলো।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে বুধবার বেলা একটায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী এবারে ৩৩০টি কলেজ থেকে ৬৩ হাজার ৫৩৮জন পরীক্ষার্থী ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। আর জেলা ভিত্তিক পাশের হারে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে। অপরদিকে গোটা বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিনটি, পটুয়াখালীতে একটি ও পিরোজপুর জেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। তবে কোন বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি এমন ঘটনা এবারে নেই বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম।