দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন কমিটির বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে বুধবার সকাল ১১ টায় দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য়্যনির্বাহী সদস্য এম.এ মামুন, সাংবাদিক লিটন ষোঘ বাপী, সাংবাদিক আরিফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান, দেবহাটা উপজেলার মোট আয়তন ১৭২.০৭ বর্গঃ কিঃ মি এবং মোট জনসংখ্যা ১,২০,৬৬০ জন। উপজেলার মোট পুকুরের সংখ্যা ৫৫৮৮ টি, আয়তন ৪৭৪.৪০ হেঃ; বাগদা ও গলদা চিংড়ি ঘেরের সংখ্যা (৭৪৬৯+৫২৫)= ৭৭৯৪ টি, যার মোট আয়তন ৯২৫৮,০০ হেঃ; খালের সংখ্যা ৩৭ টি যার আয়তন ২৪৮.০০ হেঃ। অত্র উপজেলায় মোট মৎস্য উৎপাদন ১০,২৭১ মেঃটঃ এবং বার্ষিক চাহিদা ২১৭১ মেঃ টঃ। তিনি জানান, উপজেলা মৎস্য দপ্তর মৎস্য/ চিংড়ি/ কাঁকড়া চাষীকে প্রশিক্ষন প্রদান করেছে, যা মৎস্য অধিদপ্তরের ব-ফধঃধনধংব- এ সংরক্ষিত। অত্র উপজেলায় মৎস্য জীবীদের মাঝে মেশিন রিডএ্যাবল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের কার্যকরী সম্প্রসারণ কার্যক্রমের ফলে বিগত বছরের তুলনায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে ঝবসর-ওহঃবহংরাব ঝযৎরসঢ় ঋধৎসরহম এবং কাঁকড়া চাষ হতো যথাক্রমে ৫.৪৫ হেঃ এবং ৫.৫ হেঃ জমিতে। বর্তমানে ঝবসর-ওহঃবহংরাব ঋযৎরসঢ় ঋধৎসরহম এবং কাঁকড়া চাষ হচ্ছে যথাক্রমে ১০.২০ হেঃ এবং ৪৮.৯ হেঃ জমিতে বলে মৎস্য কর্মকর্তা জানান। এ সময় তিনি সরকারের মৎস্য উৎপাদনে করনীয় সম্পর্কে এবং আগামীর লক্ষ্য বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন।