”মৎস্য সেক্টরের সমৃদ্ধি” সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি শিক্ষক আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দীন, গোলাম তোফাজ্জল কবীর মিলন, আকতার রহমান, নাহিদ হোসেনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মৎস্য অফিসের কর্মরত কর্মচারিগণ।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই বর্ণাঢ্য র্যালি, পোণা অবমুক্তকরন, আলোচনা সভা। ১৯ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন। ২০ জুলাই মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা। ২১ জুলাই মৎস্যজাত দ্রব্য প্রদর্শন ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা। ২২ জুলাই হাট-বাজার/জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও প্রদর্শন। ২৩ জুলাই মৎস্য চাষীদের মূল্যায়ন পুরুস্কার বিতরণ এবং সমাপনি অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উপজেলায় বছরে মাছের উৎপাদন হয় ৩ হাজার ৩১৭ মেট্টিকটন। চাহিদা রয়েছে ৩ হাজার ৯৭০ মেট্টিকটন। উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটিটি পৌরসভায় প্রায় ১ লক্ষ ৭৪ হাজার ১৮৩ জনগোষ্ঠির চাহিদার তুলনায় মাছের ঘাটতি রয়েছে ৬৫৭ মেট্টিকটন। তবে ২০১৯-২০ অর্থ বছরে ৫ হাজার ৫০০ মেট্টিকটন উৎপাদন হবে বলে জানান। উপজেলায় মৎস্যজীবির সংখ্যা ১ হাজার ৩০৭ জন, মৎস্য চাষির সংখ্যা ৭২০ জন। মৎস্যজীবি সমবায় সমিতি রয়েছে ৬টি। উপজেলায় মোট পুকুরের সংখ্যা ৩ হাজার ৪০টি। এরমধ্যে সরকারি খাস পুকুর রয়েছে ৪৮টি ও ব্যাক্তিমালিকাধীন পুকুর রয়েছে ২ হাজার ৯৯২টি। গত বছরের তুলনায় এ বছর পুকুরের সংখ্যা বেড়েছে ৭৪৪টি। মাছ উৎপাদনে রাজশাহী জেলা রোল মডেল ভূমিকা পালন করছে বলেও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য কর্মকর্তা।