কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ বুধবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বিগত বছরে অত্র উপজেলার মৎস্য চাষে খামারীদের প্রশিক্ষন এবং তাদের সফলতার বিষয়টি তুলে ধরেন। বানিয়াগ্রাম মৎস্য চাষী সমবায় সমিতি মৎস্য চাষ করে সমিতির ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান। তিনি বলেন, বর্তমানে সমিতির মূলধন ২০লক্ষ টাকার উপর। এই মূলধনকে কাজে লাগিয়ে মৎস্য পরিবহনের জন্য মৎস্য অফিসের সহায়তায় একটি পিকআপ ভ্যান ক্রয় করেন। দেশীয় মাছের চাহিদা পূরণের জন্য উপজেলা সরকারি হ্যাচারীতে প্রশিক্ষণের মাধ্যমে চাষীদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান। তবে অপরিকল্পি পুকুর খননের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পুকুরের উপর মুরগীর খামার স্থাপনের কারণে মাছের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে, যা মানুষের জন্য খুবই ক্ষতিকর। তিনি বলেন, উপজেলায় ৪ হাজার ৭০০ টি পুকুরের মধ্যে ১০৭টি পুকুরের উপর মুরগীর খামার রয়েছে। মুরগীর বিস্টাকে মাছের খাবার হিসাবে ব্যবহার না করে মান সম্মত মাছের খাবার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। এতে মাছ বা মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলনে হ্যাচারী কর্মকর্তা মোজাম্মেল হক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।