নীলফামারীর কিশোরগঞ্জের মাদক স¤্রাট সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে ডাইল বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় সদর ইউনিয়নের গদা গ্রাম থেকে তাকে আটক করেন। সে ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, সে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিলের ব্যবসা করায় সে ডাইল বাবু নামে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাফায়েত ও এএসআই আসাদ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন। ২০১৬ সালের একটি মাদক মামলায় তার আড়াই বছর জেল হয়েছিল। ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।