নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। তিনি বলেন, কর্মসূচির প্রথমদিনে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সঙ্গে মতবিনিময় সভা ও মাইকিং এর মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হবে। এ ছাড়া মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র, ফরমালিন বিরোধী অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা, বিভিন্ন স্কুলে মৎস্য চাষ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, জনবহুল স্থানে মাছ চাষ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সমাপনী দিনে মূল্যায়ন সভার আয়োজন করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জায়েদুর রহমান, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার মাহবুবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।