কুড়িগ্রামের নাগেশ^রীতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ, কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আন্তার্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর বাস্তবায়ন ও সহযোগিতায় ওসিপি মিশ্র সার ব্যবহার করে কীভাবে খরচ কমিয়ে ফসল বাড়ানো যায় এবং সাথে সাথে মাটির স্বাস্থ্য ভালো রাখা যায় সে বিষয়ে ৩০ জন কৃষক-কৃষানী ও ৪ জন সার ডিলারকে নিয়ে টেকসই ব্যবস্থাপনা অংশের এই কৃষক প্রশিক্ষণ ১৭ জুলাই বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এবং আইএফডিসি-এর মাঠ সমন্বয়কারী মো. নাজমুল হকের সার্বিক ব্যবস্থাপনায়, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য আইএফডিসি-ঢাকা’র কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুক আহম্মেদ, রাখেন কৃষি বিশেষ অতিথি মৃত্তিকা বিজ্ঞানী মাইনুল আহসান প্রমুখ।