দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার বেলা ১১টায় প্রতিবন্ধীর ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নয়ন মার্ডি। জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সদস্য অভিনয় কুমার দত্ত ও ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ মো. মহসিন আলী সরকার। এছাড়াও বক্তব্য রাখেন লেপ্রসী মিশনের সিডিএফ সাজেদুল ইসলাম সাজু, ডিডিএস হীরা লাল সরকার, ডিডিএস মাইকেল কুজুর, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ প্রমুখ।
কর্মশালায় ফুলবাড়ী মটর পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।