এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নকুল চন্দ্র সরকার (১৯) নামের এক শিক্ষার্থী গতকাল বুধবার বেলা ১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের নিচে শুয়ে পড়ে আত্মহত্যা করেছে।
নিহত নকুল চন্দ্র সরকার পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার গ্রামের অখিল চন্দ্র সরকারের ছেলে এবং ভবানীপুর ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বেলা ১টার দিকে ফুলবাড়ী রেল স্টেশনের স্বজনপুকুরস্থ ১নং ডাউন সিগন্যালের কাছে নকুন চন্দ্র সরকারকে হেঁটে ফুলবাড়ীর দিকে আসতে দেখেন। এ সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী ৭৫২ নং ডাউন লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ীতে আসার সময় হঠাৎ করে চলন্ত ট্রেনের নিচ নকুল চন্দ্র শুয়ে পড়ে। এতে তার শরীর খন্ড বিখন্ড হয়ে মাংস পিন্ড বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
স্টেশনের ডাউনম্যান মো. মোকলেছুর রহমান বলেন, বন্যার পানিতে রেলপথ ডুবে যাওয়ায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী হয়ে সান্তাহার যাওয়ার পথে স্বজনপুকুর ১নং ডাউন সিগন্যালের কাছে ওই ছাত্রটি ট্রেনের নিচে শুয়ে পড়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
নিহত নকুল চন্দ্র সরকারের প্রতিবেশি সাধন চন্দ্র বলেন, নকুল চন্দ্র সরকারের এইচএসপি পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশ পায়। এতে সে অকৃতকার্য হওয়ায় অভিমান করে সে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।