নাটোরের বড়াইগ্রামে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এ- কলেজ থেকে সর্বাধিক ১৩ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। এ ছাড়া বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল এ- বিএম কলেজ থেকে ৭ জন, বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ, জোনাইল ডিগ্রী কলেজ এবং মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ থেকে চারজন করে, বড়াইগ্রাম সরকারী কলেজ ও বনপাড়া কলেজ থেকে তিনজন করে, আহম্মেদপুর কলেজ থেকে ২ জন এবং আহম্মেদপুর আযম আলী কলেজ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।